ঢাকাFriday , 21 August 2020
  • অন্যান্য

মন গহনে : এম নাছির উদ্দিন মল্লিক

news
August 21, 2020 3:54 pm । ৬৮ জন
Link Copied!

বর্ষার ঝড় ঝড় হাওয়াতে
বিজলীর চমকে বৃষ্টির ধারাতে,
গাছে গাছে কচি পাতার ফাঁকেতে
পঙ্খিরা ঐ দোলে যে।
বেহালার সুর তুলে
ভ্রমরা দলে দলে,
ছুটে চলে কদমের ফুলে ফুলে,
মন মম ছুটে চলে
প্রভাতের সে দিনগুলোতে।।

বৃষ্টির ছলছল ছন্দে ছন্দে
মন যে ভরে যেত
অজানা সুখেরও আনন্দে।
বন্ধুরা মিলে মোরা
হৈচৈ রবে ছুটে যেতাম
ফুটবল মাঠেতে,
আহা কি আনন্দে।।

হাসি তামাশায়
জীবনের জয়গান গেয়ে
বসতাম পড়ার টেবিলে।
মন্তমুগ্ধে পড়া শেষে
কত ঘুমাতাম পড়ার টেবিলে,
মা জননী ধরে নিত বিছানাতে।।

দুঃখ মনে আজ একি দেখি
শিশু, কিশোর কিশোরী
যুবক যুবতী সকলে,
ডুবে আছে মোবাইলে।।
নেই তারা খেলার মাঠেতে
দয়া নেই, মায়া নেই
মুখে কোন কথা নেই,
চোখে যে ঘুম নেই
জেগে সে সারারাত
মেজাজটা তাই করা তার।।

একি দুনিয়া এল রে
মোবাইলে যে খেল রে,
স্বামী-স্ত্রী মিল নেই
সন্ধেহ ছাড়া দিন নেই।
যুবক-যুবতী বিয়ে ছাড়া
ঘড় বাঁধে,
মেয়ে-মেয়ে,ছেলে-ছেলে, বিয়ে করে,
আহা কি অনাচার,
প্রকৃতি তাই বুঝি
রেগে মেগে একাকার।।

বৃষ্টিতে নেই ছন্দ
কদমে নেই গন্ধ,
সকলের মনেতে নেই যে আনন্দ।
আহা কি বেদনা,
দুনিয়াতে এলো করোনা,
তবু কেন বুঝ না
ছন্দ ছাড়া জীবন আর দুনিয়া
যে চলে না।
তাই ছন্দ ছাড়া বৃষ্টির দিনে
মন গহনে কত যে বেদনা।।