নাটোর প্রতিনিধি:
একুশে গ্রন্থমেলা ২০২১ উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি নাজমুল হাসানের ২য় কবিতার বই ‘দত্তপাড়ার আকাশ’। বইটি প্রকাশ করেছে নদীপ্রকাশ। প্রচ্ছদ করেছেন রাজিব রায়। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে ‘যারা বিষণœতার মাঝেও স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। বেঁচে থাকে, বাঁচতে শেখায়...’
বইটি সম্পর্কে জানতে চাইলে নাজমুল হাসান বলেন, আবেগের স্বতস্ফ‚র্ত প্রকাশই কবিতা। এমন আবেগী ৪৭টি কবিতা দিয়ে সাজানো হয়েছে গ্রন্থটি। আশাকরি কবিতাগুলো পাঠকের ভালো লাগবে। ২০১৫ সালে প্রকাশিত হয় নাজমুল হাসানের প্রথম কাব্যগ্রন্থ মাতাল স‚র্য, তোমাকে স্বাগতম’। কবিতা লেখার পাশাপাশি তিনি ‘আবহ’ নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন। নাজমুল হাসান ১৯৮৪ সালের ১০ নভেম্বর নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি সাংবাদিকতা পেশায় রয়েছেন। ‘দত্তপাড়ার আকাশ’ গ্রন্থটি রকমারিসহ ২১ ফেব্রুয়ারি নাটোরে পথ বইমেলায় পাওয়া যাবে।
এবি/এনএস