আমার বাংলা নিউজ ডেস্কঃ বিসিকের নতুন চেয়ারম্যান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ মাহবুবর রহমান ০৭ ডিসেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এ চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ।
জনাব মোহাম্মদ মাহবুবর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের একজন কর্মকর্তা।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ হতে স্নাতক (সন্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
বিসিক-এ যোগদানের পূর্বে তিনি পরিচালক, সরকারী কর্মচারী হাসপাতাল; সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন; জেলা প্রশাসক, মাগুরা; উপজেলা নির্বাহী অফিসারসহ মাঠ পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন ।
উল্লেখ্য মোহাম্মদ মাহবুবর রহমান বিসিকের চেয়ারম্যান পদে গতকাল যোগদান করে আজ বিসিকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বরণ ও পরিচিতি অনুষ্ঠানে অংশ নেন। এসময় তিনি বলেন সকলের সহযোগিতা নিয়ে বিসিক কে এগিয়ে নিতে চাই।
এবি/এনএস