কবিতা:এখনও বহমান
কবি: মেরাজ শফিক
আজ থেকে শত বছর আগে,
ভারতবর্ষে কোন এক বিচারালয়ে
বদ্ধ দুপুরে, জনতা দেখেছিল
এক মর্মান্তিক নাটকের মঞ্চায়ন।
দ্বিধান্বিত চিত্র, উৎসুক জনতার।
খিতাব, খেলাত সফেদ শরীরে
সটান দেহে, কাটগড়ায় দাঁড়িয়ে
মধ্যবয়সী দর্পিত এক জমিদার।
সে কোন মামুলি ব্যাপার নয়
কি অদ্ভূত! নিদারুণ সে সময়!
সর্বস্ব হারিয়ে অভাগা নারীর
প্রতিবাদী কণ্ঠে বিচারের দাবী!
শত করি ব্যয়ে, শত বাধা জয়ে
শত চেহারার তিনি ব্যারিস্টার
অর্থ, বিত্ত, আধিপত্যের মোহে
বিচারের মাঝে তিনি অবিচার!
স্বর্গীয় প্রেমে, বাহু বন্ধনে নারী
মোহাবিষ্ট আবেগে উচ্ছল, নদী
যেমন সাগরে নিজেকে হারায়
অকুল পাথারে ভাসে অজানায়!
তেমনি হারিয়ে তারে খুঁজে ফেরে
বার বার, পুরোনো সেই ঠিকানায়!
জাগতিক আইন নাহি পারে দিতে
নাহি পারে ওগো তারে বাধিঁবার।
অলক্ষে ফিরায় তারে অবহেলায়
নাহি কাছে ডাকে ওগো প্রিয়জন
স্বর্গ-মত্যে কোথাও নাহি মেলে ঠাঁই
হৃদয় অর্ঘ্য নারীর পূজা নাহি পায়!
কড়িতে বিচার, কড়িতেই অধিকার
চিরচেনা দ্বন্দ্ব, নাহি পারি ভুলিবার।
শত বছর পরে, আজও কানে বাজে
আজও বহমান, অসহায় চিৎকার।
১০ জানুয়ারি ২০২২
বিসিক অফিসার্স কোয়ার্টার
আজমপুর, উত্তরা, ঢাকা
***লেখকের ফেসবুক আইডি থেকে সংগৃহীত***