ধামরাই(ঢাকা) প্রতিনিধি:ঢাকার ধামরাইয়ে প্রয়াত সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রীর শয়ন কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় তরুণীসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী ।
আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা উপজেলা সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও কুশুরা এলাকার আওলাদ হোসেনের ছেলে আলাল হোসেন সজীব। এবং এ নেতা বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকার সাংবাদিক বলে নিজেকে দাবি করেন।
মঙ্গলবার রাতে ধামরাই পৌরশহরের বাগনগর মডেল টাউনের প্রয়াত উপ-পুলিশ পুরদর্শক দবির উদ্দিনের স্ত্রীর শোবার ঘর থেকে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাল হোসেন সজীব মাঝেমধ্যেই বিভিন্ন বয়সি নারীদের নিয়ে বাগনগর মডেল টাউনের এ বাড়িতে এসে আড্ডা জমান।
তারা সেখানে মাদক সেবন করেন বলে অভিযোগের ভিত্তিতে এলাকাবাসী গোপনে পাহারার ব্যবস্থা করেন। আর রাতে এলাকাবাসী তরুণীসহ আপত্তিকর অবস্থায় আলাল হোসেন সজীবকে হাতেনাতে ধরে।
এরপর তাকে উপর্যুপোরি গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপ-পুলিশ পরিদর্শক মো. শিমুল মোল্লা বলেন,এলাকাবাসী ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ওই তরুণীর পিতা নুরুল ইসলাম বাদী হয়ে ধামারাই থানায় অভিযোগ দায়ের করেছেন। নিয়মিত মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নাম্বার-(২৩)
এ ঘটনায় প্রয়াত পুলিশ কর্মকর্তার স্ত্রী বলেছেন,আমি সাংবাদিকদের কাছে কোনো কথা বলতে বাধ্য নই। আমার বাড়িতে আমি কি করলাম তা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কারও কাছেই কোন জবাবদিহিতায় বাধ্য নই।থানা পুলিশ আছে,বিষয়টি তারাই দেখবেন।
এ ব্যাপারে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসূফ আলী বলেন, বিভিন্ন কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে৷ সে আর সেচ্ছাসেবক লীগের কেউ নয়।
স্থানীয়দের অভিযোগ, প্রয়াত ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী দীর্ঘদিন ধরে তার বাড়িতে এমন অপকর্ম চালিয়ে আসছে।
এলাকাবাসী এব্যাপারে বার বার প্রতিবাদ করলে কোন সুফল হয়নি।
এবি/এনএস
সাব-ব্যুরো চিফ রাজশাহীঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলার মুরাদপুর পাঁচুড়িয়া উচ্চ বিদ্যালয়ে ছুটির দিনে…
শামীম খান,সাটুরিয়া(মানিকগঞ্জ) থেকে ফিরে:বৃদ্ধা নাহার বেগমের বুকফাটা করুণ আতির্, আমি আমার স্বামীর…
ফজলে রাব্বি,সাব-ব্যুরো চিফ রাজশাহীঃ নাটোরের বাগাতিপাড়ার বিধবা নাছিমা বেওয়া (৪৫) পক্ষাঘাতগ্রস্থ রোগে…
সাব-ব্যুরো চিফ রাজশাহীঃনাটোরের বাগাতিপাড়া উপজেলার মুরাদপুর পাঁচুড়িয়া উচ্চ বিদ্যালয়ে ছুটির দিনে স্কুলের…
আল আমিন , সিংড়া,নাটোরঃ আফসানা ইয়াছমিন। একজন সফল উদ্যোক্তা। ইচ্ছে শক্তি, অদম্য…
আল আমিন, সিংড়া নাটোরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক…