শামীম খান, মানিকগঞ্জ থেকে ফিরে:পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে দিবালোকে বাড়ীগরে স্বশস্ত্র সন্ত্রাসী হামলা ভাংচুর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের তীর প্রতিবেশী জাহঙ্গীর আলম গংদের বিরুদ্দে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলা ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামে। এব্যাপারে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে গেলে ভুক্তভোগি পরিবার প্রত্যক্ষদর্শীরা জানান,মৃত আব্দুল কুদ্দুস মাতাব্বরের ছেলে মোঃ মাহবুবুর রহমানের সঙ্গে প্রতিবেশী মোঃ জাহাঙ্গীর আলম গংদের চরম শত্রুতা চলে আসছে দীর্ঘ্যদিন ধরে। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুর অনুমান ১২টার দিকে জাহাঙ্গীর আলম ১০-১২জন সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়ে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে মাহবুবুর রহমান মিলনের বাড়ীতে সশস্ত্র হামলা চালায়। ইহা প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারিরা ক্ষিপ্ত ওই বাড়ীর লোকজনের প্রাণনাশের চেষ্টা ও ব্যাপক ভাংচুর ক্ষতিসাধন করে। স্থানীয় লোকজন ভুক্তভোগি পরিবারের লোকজনের ডাক চিৎকারে এগিয়ে এসে হামলাকারিদের কবল থেকে রক্ষা করেন।
মাহবুর রহমান মিলন বলেন,দীর্ঘ্যদিন ধরে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের সঙ্গে আমার চরম শত্রুতা ও বিরোধ চলে আসছে। এরই জের ধরে আমার বাড়ীতে হা,লা ভাংচুর ও প্রাণনাশের চেষ্টা করে। এলাকার লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধা করেন। এ ব্যাপারে আমি সাটুরিয়া থানায় হামলাকারিদের বিরুদ্ধে একটি লিখিত অবিযোগ দিয়েছি। বিষয়টির তদন্তভার ন্যাস্ত হয়ে এসআই মোঃ সালেকিনের ওপর। আমি এর ন্যায় বিচাল চাই। ওরা মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটিয়ে থাকে। এলাকাবাসীর সহায়তায় এখনও টিকে আছি।
জাহাঙ্গীর আলম তার ওপর আনিত অভিযোগ অস্বীকার করে বলেন,আমি কিছুই করেনি শুধু টিনের বেড়া খুলে যাতায়াতের জন্য উন্মুক্ত করেছি। যেস্থান দিয়ে টিনের বেড়া নির্মাণ করা হয়েছে সে স্থান দিয়ে আমরা চলাচল করে থাকি।
মাহবুবুর রহমান মিলনের বৃদ্দা মা বলেন,ওরা ডাহা মিধ্যা কথা বলেছে। এটা আমাদের বাড়ী এ স্থান দিয়ে কোনদিনই রাস্তা ছিলনা। ওদের বাড়ীর সামনেইতো সরকারি সড়ক। ওরা আমাদের বাড়ীর ওপর দিয়ে কোথায় যাবে। আমার ছেলেকে একা পেয়ে ওরা বার বার হয়রানি করে আসছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন,এঘটনায়,ভুক্তভোগি মাহবুবর রহমান মিলন একটি লিখিত াভিযোগ করেছেন। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
এবি/এনএস
সাব-ব্যুরো চিফ রাজশাহীঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলার মুরাদপুর পাঁচুড়িয়া উচ্চ বিদ্যালয়ে ছুটির দিনে…
শামীম খান,সাটুরিয়া(মানিকগঞ্জ) থেকে ফিরে:বৃদ্ধা নাহার বেগমের বুকফাটা করুণ আতির্, আমি আমার স্বামীর…
ফজলে রাব্বি,সাব-ব্যুরো চিফ রাজশাহীঃ নাটোরের বাগাতিপাড়ার বিধবা নাছিমা বেওয়া (৪৫) পক্ষাঘাতগ্রস্থ রোগে…
সাব-ব্যুরো চিফ রাজশাহীঃনাটোরের বাগাতিপাড়া উপজেলার মুরাদপুর পাঁচুড়িয়া উচ্চ বিদ্যালয়ে ছুটির দিনে স্কুলের…
আল আমিন , সিংড়া,নাটোরঃ আফসানা ইয়াছমিন। একজন সফল উদ্যোক্তা। ইচ্ছে শক্তি, অদম্য…
আল আমিন, সিংড়া নাটোরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক…