ঢাকাWednesday , 9 September 2020
  • অন্যান্য

এবারের আইপিএলটা সাকিবের হতে পারত : হার্শা ভোগলে

news
September 9, 2020 1:27 pm । ৯২ জন
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সাকিব আল হাসান থাকলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসন্ন ত্রয়োদশ আসরের শিরোপা জয়ে সানরাইজার্স হায়দরাবাদ ফেভারিটের তালিকায় থাকত বলে মনে করেন জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে। জুয়াড়ির তথ্য গোপন করায় গত বছরের ২৯ অক্টোবর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক এক বছর নিষিদ্ধ হন বাংলাদেশের সাকিব।

আগামী ২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। যদিও গত বছরের আইপিএলে মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পান তিনি। একাদশের বাইরে থাকলেও অনুশীলনে নিজের সময়টা সাকিব খুব ভালোভাবেই কাজে লাগিয়েছেন। সেই ফল তিনি পেয়েছেন গত বিশ্বকাপে। গত বছর ইংল্যান্ডের বিশ্বকাপে ব্যাট হাতে ২ সেঞ্চুরিসহ ৬০৬ রান ও বল হাতে ১১ উইকেট নেন। রান সংগ্রহের দিক দিয়ে ছিলেন তিন নম্বরে। বিশ্বকাপের ইতিহাসে এক আসরে অন্তত ৫০০ রান ও ১০ উইকেটের কীর্তি একমাত্র সাকিবের।

ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হার্শা ভোগলে মনে করেন, এ বছরের আইপিএলটি সাকিবের হতে পারত। যেহেতু করোনার কারণে ভারতের পরিবর্তে আসরটি দুবাইয়ে হচ্ছে। এক পডকাস্টে তিনি বলেন, ‘হায়দরাবাদের দলে ওপর থেকে নিচ পর্যন্ত বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। ভুবনেশ্বর, রশিদ খানের মতো ভালো বোলার আছে। তারা টুর্নামেন্টে অন্যতম ফেভারিট।’

সম্প্রতি দেশে ফিরে শ্রীলঙ্কা সফর উপলক্ষে অনুশীলন শুরু করেছেন সাকিব। হার্শা ভোগলে আরো বলেন, ‘আমি মনে করি, এবারের টুর্নামেন্টটা সাকিবের হতে পারত। ভারতে যখন খেলা হয়েছিল, তখন কম্বিনেশনের কারণে দলে সুযোগ পাননি তিনি। ধরুন, সাকিব তিন নম্বরে খেলছে, ৪ ওভার বোলিং করছে এবং আমার মনে হয়, এখানেই হায়দরাবাদ প্রতিদ্বন্দ্বীদের থেকে অন্যতম ফেভারিট হিসেবে আইপিএলে অংশ নিতে পারত।’