ঢাকাThursday , 25 January 2024
  • অন্যান্য

কালিয়াকৈরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত।

news
January 25, 2024 5:21 pm । ৩৭১ জন
Link Copied!

কালিয়াকৈরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত।

তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনে সমৃদ্ধি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চত্বরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ , বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।প্রযুক্তি মেলার সভাপতিত্ব করেন কালিয়াকৈরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ্যাড. আ ক ম মোজাম্মেল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা,শিক্ষক ছাত্রছাত্রীরা।মেলায় ১৫টি স্টল প্রদশনী রয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ী জীবন ধারণ, সৌরজগতের গঠন এর কার্যক্রম, প্রত্যাশিতনগর, পরিবেশ সুরক্ষার মডেল, বজ্র পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, উন্নত স্বাস্থ্যের প্রকল্প, স্মার্ট সিকিউরিটি, সৌর চুল্লি, স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে ক্ষুদে বিজ্ঞানীদের চিন্তা ভাবনা , স্মার্ট এন্ড ডিজিটাল বাংলাদেশ, ট্রেনে অগ্নি নিবারক প্রকল্প, সহ নানা উদ্ভাবনী প্রদর্শন করছেন।