ঢাকাSaturday , 6 January 2024
  • অন্যান্য

গাজীপুর ১ আসন প্রচারণার শেষ দিনে প্রার্থীদের দৌড় ঝাপ।

news
January 6, 2024 8:53 pm । ২৯০ জন
Link Copied!

গাজীপুর ১ আসন প্রচারণার শেষ দিনে প্রার্থীদের দৌড় ঝাপ।
তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুর ১ আসন কালিয়াকৈর, কোনাবাড়ী,বাসন ও কাশিমপুর অঞ্চল নিয়ে গঠিত। দ্বাদশ সংসদ নির্বাচনের আর মাত্র বাকি আজ শুক্রবার ও শনিবার দু’দিন।এর মধ্যে আজ শুক্রবার সকাল আটটায় শেষ হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার ও প্রচারণা।তাই গতকাল দিনব্যাপী প্রার্থীরা ব্যপক প্রচার ও প্রচারণায় ঘাম ঝরিয়েছেন। উল্লেখ্য গাজীপুর ১ আসনে সর্বমোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে আকম মোজাম্মেল হক, বর্তমান এমপি ও (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী) তিনি পেয়েছেন নৌকা।ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল,তৃণমূল-বিএনপি থেকে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী, তৃণমূল বিএনপি থেকে আরেকজন প্রার্থী রয়েছেন আব্দুল জব্বার সরকার, বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে মোঃ শফিকুল ইসলাম, জাকের পার্টি থেকে মানিক সরকার, বজলুর রহমান ইসলামী ঐক্য জোট থেকে। এর মধ্যে দুজন প্রার্থী মাঠে রয়েছেন একজন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের আ ক ম মোজাম্মেল হক এমপি,যিনি বর্তমানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তার প্রতীক নৌকা। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।মূলত গাজীপুর ১ আসনে আটজন প্রার্থী থাকলেও অন্য কোন প্রার্থীদেরকে প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে না।শুধু তাই না বাকি ছয়জন প্রার্থীদের সাধারণ ভোটাররা চিনেইনা।ফলে নৌকা ও ট্রাক প্রতীক ছাড়া অন্য কোন প্রতীক নজরে না আসায় তারা এখন আলোচনায় নেই।
গাজীপুর ১ আসন কালিয়াকৈর, কোনাবাড়ী,বাসন ও কাশিমপুর অঞ্চল অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশনের এক হতে ১৮ নম্বর ওয়ার্ড এবং কালিয়াকৈর পৌরসভা ও কালিয়াকৈর উপজেলার নয়টি ইউনিয়ন নিয়ে গাজীপুর১ আসন গঠিত। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৩৭ টি।মোট ভোট কক্ষের সংখ্যা ১৫১২টি, মোট অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৭৮ টি।পুরুষ ভোটারের সংখ্যা ৩৪৯৫০৭, জন মহিলা ভোটার সংখ্যা ৩৪৬৩৩৪ জন,এবং হিজড়া ভোটার ১১জন। সব মিলে গাজীপুর ১ আসনে ভোটারের সংখ্যা ৬৯৫৮৫২ জন।